অ্যাসেজে (Ashes 2022) চতুর্থ টেস্টের শেষ দিন দারুণ লড়াই করল ইংল্যান্ড (England)। জয় থমকে গেল অস্ট্রেলিয়ার (Australia)। শেষ ওভারে এসে নাটকীয় ভাবে ড্র হয়ে গেল সিডনি টেস্ট।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ৮ ওভার লড়াই করেন ইংল্যান্ডের টেলএন্ডার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) ও জ্যাক লিচ। শেষ ২ ওভার বাকি থাকার সময় আউট হয়ে ফেরেন জ্যাক লিচ। এদিন চতুর্থ টেস্টে শেষ ১২ বল লড়াই করে টেস্ট ড্র করেন টেলএন্ডার ব্রড ও অ্য়ান্ডারসন (James Anderson)।
আরও পড়ুন: শেহবাগ, যুবরাজদের সঙ্গে ফের ব্যাট হাতে শচীন? কী জানাল তাঁর সংস্থা
শনিবার ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে খেলা শেষ করেছিল ৩০ রানে। কিন্তু শুরুতেই হাসিব হামিদ ও দাউইদ মালানের উইকেট হারায় ইংল্যান্ড। এরর ক্রিজে লড়াই করেন জো রুট ও বেন স্টোকস। ২৬ ওভারে স্কট বোলান্ডের ডেলিভারিতে ফেরেন অধিনায়ক জো রুট। ৬০ রান করেন বেন স্টোকস। কিন্তু তিনিও শেষ পর্যন্ত লড়াই করতে পারেননি। পরের ১০ ওভার ইংল্যান্ড টিমের হয়ে লড়াই করেন জনি বেয়ারস্টো ও জস বাটলার। কিন্তু একই ওভারে আউট হয়ে ফেরেন বাটলার ও মার্ক উড। ৩৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৭০ রানে নয় উইকেট হারায় ইংল্যান্ড।