আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জেমস অ্য়ান্ডারসনের। ইংল্যান্ড কিংবদন্তি পেসার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অবসর নেবেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টেই তিনি খেলবেন। গত ২ দশক ধরে ইংল্যান্ড ক্রিকেট টিমের হয়ে একাধিক সাফল্য এনে দিয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পর সর্বাধিক উইকেট তাঁরই দখলে। ৭০০ উইকেটের মালিক তিনি।
ইনস্টাগ্রামের একটি পোস্টে অবসর ঘোষণা করেছেন অ্য়ান্ডারসন। তিনি জানিয়েছেন, লর্ডসের প্রথম টেস্টই তাঁর শেষ টেস্ট। ২০ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য় ধন্যবাদও জানিয়েছেন তিনি। ইংল্যান্ড টিমকে মিস করবেন বলেও জানিয়েছেন অ্যান্ডারসন।
বিদায়ি বার্তায় অ্যান্ডারসন পরিবার ও সতীর্থদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেন, "ড্যানিয়েলার সমর্থন ও ভালবাসা ছাড়া এত দীর্ঘ সময় খেলা সম্ভব হত না। লোলা, রুবি ও আমার বাবা-মাকেও ধন্যবাদ। পাশাপাশি দলের সতীর্থ ও কোচদেরও ধন্যবাদ।"