অ্যাসেজের (Ashes 2021) বক্সিং ডে টেস্টে (Boxing Day test) ফের ব্যর্থতা ইংল্যান্ড শিবিরে (England)। প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ১৮৫ রানে বান্ডিল হয়ে গেল জো রুটের (Joe Root) টিম। চলতি বছর টেস্ট ক্রিকেটে মোট ২৮টি ইনিংসের মধ্যে এই নিয়ে ১৩ বার ২০০ রানের নিচে অলআউট হল ইংল্যান্ড।
প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার (Australia) রান ৬১। ক্রিজে আছেন মার্কাস হ্যারিস ও নাইটওয়াচম্যান নাথান লিওন। জেমস অ্যান্ডারসনের (James Anderson) ডেলিভারিতে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner।
বক্সিং ডে টেস্টে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মেলবোর্নের আকাশ ছিল মেঘলা। সেই সুযোগ কাজে লাগালেন অস্ট্রেলিয়ান বোলাররা। অধিনায়ক প্যাট কামিন্স ও স্পিনার নাথান লিওন তিনটি করে উইকেট তুলে নেন। দুটি উইকেট পান মিচেল স্টার্ক।
আরও পড়ুন: প্রথম টেস্টের আগেও বিরাট বিতর্ক, 'ডাক' করলেন দ্রাবিড়
ইংল্যান্ডের হয়ে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক জো রুট। দাউইদ মালানের সঙ্গে ৪৮ রানের পার্টনারশিপও করেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার কাউন্টার অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি কোনও ব্যাটসম্যানই। বেন স্টোকস ও জনি বেয়ারস্টো পরপর আউট হয়ে ফিরে যান। ওলে রবিনসনের শেষদিকের লড়াইয়ে ১৮০ রানের গণ্ডি পেরোয় ইংল্যান্ড।