আগামী মাসে ভারত সফরের জন্য তৈরি ইংল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বেন স্টোকসকেই নেতৃত্ব তুলে দিয়েছে বোর্ড। একই সঙ্গে মঙ্গলবার ১৬ সদস্যের নতুন দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড উইলস ক্রিকেট বোর্ড।
বিরাট এবং রোহিতকে আটকে রাখার জন্য দলের ১৬ জনের মধ্যে মোট চারজন স্পিনারকে রেখেছে ইংল্যান্ড। দলের চার স্পিনার হলেন গাস অ্যাটকিনসন, টম হার্টলি, শোয়েব বশির এবং তরুণ লেগ স্পিনার রেহান আমেদ।
আরও পড়ুন - এসি মিলানে ফিরে এলেন প্রখ্যাত সুইডিশ ফুটবলার জালাটান ইব্রাহিমোভিচ
ইংল্যান্ড দলের এই চার স্পিনারের মধ্যে রেহানের টেস্টে অভিষেক হলেও দলে সুযোগ পাওয়া হার্টলি, বশির, লিচের এখনও টেস্ট অভিষেকই হয়নি। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে ৫ ম্যাচের টেস্ট সিরিজটি। শেষ টেস্ট খেলা হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে।