পরপর ২ ম্যাচে হার। বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচের পরই ডার্বি। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন।
আইএসএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হারতে হয়েছে। পরের ম্যাচে হেরেছে এফসি গোয়ার বিরুদ্ধে। এদিকে প্রথম ম্যাচে হেরেও ঘুরে দাঁড়িয়েছে এটিকে মোহনবাগান। তাই ডার্বির আগে কোনও সুযোগ নিতেই চাইছে না লাল-হলুদ শিবির। এদিন কনস্ট্যান্টাইনের দাবি, প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে আক্রমণের ঝাঁঝ বেড়েছে। তৃতীয় ম্যাচে আক্রমণের ঝাঁঝ আরও বাড়বে বলে দাবি কোচের।
আরও পড়ুন: বিশ্বকাপে নামছে ভারত-পাকিস্তান, দেখে নিন হাইভোল্টেজ ম্যাচের তিনটি অন্যতম সেরা মুহূর্ত
নর্থ-ইস্টের বিরুদ্ধে অনিশ্চিত ইস্টবেঙ্গলের লিমা। চোটের পর মঙ্গলবার মাঠে নেমেছিলেন। কিন্তু তাঁকে গোটা টুর্নামেন্টে বাঁচিয়েই খেলতে চাইছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। ২৯ অক্টোবর ডার্বি। কিন্তু এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন চোট স্টিফেন কনস্ট্যান্টাইন। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিতেই ডার্বিতে নামতে চাইছে লাল-হলুদ ব্রিগেড।