শেষ ম্যাচে এসেছিল জয়। ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে জিতেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু শনিবার অ্যাওয়ে ম্যাচে ফের হার লাল-হলুদের। ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে ৩-১ গোলে হারল দল। এদিনের হারের পর প্লে-অফের রাস্তা কঠিন হয়ে গেল কনস্ট্যান্টাইন ব্রিগেডের।
এদিন ম্যাচের শুরুটা বেশ ভাল করেছিল ইস্টবেঙ্গল। ১০ মিনিটে গোল করেন গত ম্যাচের নায়ক ক্লেটন সিলভা। কিন্তু ২২ মিনিটেই সমতা ফেরায় ওড়িশা এফসি। কর্নার থেকে গোল দেন দিয়েগো মরিসিও। প্রথমার্ধের ইনজুরি টাইমেই দ্বিতীয় গোল করে এগিয়ে যায় ওড়িশা। গোল করেন নন্দ কুমার। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটে ওড়িশার বিরুদ্ধে তৃতীয় গোল করেন সেই মরিসিও।
আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার ঋষভ পন্থের, বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা
তচোট সারিয়ে ম্যাচ ফিট হতে পারেননি কমলজিৎ। ইস্টবেঙ্গলের গোলকিপার ছিলেন শুভম সেন। কিন্তু পরপর ৩টি গোলে আইএসএলে ফের হারতে হল লাল-হলুদকে।