জুলাই থেকেই শুরু হতে চলেছে দলীপ ট্রফি। এই প্রথমবার এত তাড়াতাড়ি শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া প্রতিযোগিতা। ভারতের ছ'টি অঞ্চলের দল মিলিয়ে আগামী ২৮ জুন এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচ থেকেই আগামী দিনের দল বাছাই শুরু করতে পারে ভারত।
ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার পর দল নিয়ে অনেক প্রশ্নই উঠে এসেছে। এমনকি সম্প্রতি অধিনায়ক রোহিত শর্মা নতুন দল গড়ার কথাও বলেন। ফলে, মনে করা হচ্ছে, এই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেন এমন ক্রিকেটাররাই নজরে থাকবেন।
আরও পড়ুন - শতবর্ষের প্রাপ্তি, লাল হলুদকে বিশেষ স্বীকৃতি বার্সেলোনার
আসন্ন এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, আর আলুরে খেলা হবে। ইতিমধ্যেই ম্যাচের দল ঘোষণা করে দিয়েছে দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল। বাকি তিন দলও খুব শীঘ্রই ঘোষণা হবে।