মাঠের আম্পায়ার নট আউট দিয়েছিলেন। দল রিভিউ চাওয়ার পরে, থার্ড আম্পায়ারও নট আউট দেন। কিন্তু নির্দেশ পাওয়ার পর হঠাৎ আঙুল তোলেন আম্পায়ার। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক সেকেন্ড বিভ্রান্তি ছড়ায় মাঠে। তারপর নিজেই নিজের সিদ্ধান্তকে প্রত্যাহার করেন আম্পায়ার ক্লেয়ার পোলোসাক।
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় এক দিনের ম্যাচে। দক্ষিণ আফ্রিকার মেয়েদের ক্রিকেট টিম অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। ২৩তম ওভারে বল করতে আসেন অ্যাশলি গার্ডনার। সুনে লুসেরের পায়ে লাগে। আবেদন করেন গার্ডনার। কিন্তু সাড়া দেননি পোলোস্যাক। এরপরই ডিআরএস নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।
আরও পড়ুন: ২৮১ রানে বড় জয়, WTC পয়েন্ট তালিকায় এক নম্বরে কিউয়িরা
গ্রাউন্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেয় থার্ড আম্পায়ার। কিন্তু ভুল করে আউটের নির্দেশ করেন আম্পায়ার পোলোসাক।- এরপর নিজের ভুল বুঝতে পারেন। নিজেই নিজের সিদ্ধান্ত নাকচ করে দেন।