অনেক চেষ্টার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো গেল না যশপ্রীত বুমরাকে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। দুবাই উড়ে যাওয়ার আগে তাই টিম ইন্ডিয়ায় দুটি পরিবর্তন। বুমরার জায়গায় দলে হর্ষিৎ রানা আর যশস্বী জয়সওয়ালের জায়গায় আর এক স্পিনার বরুণ চক্রবর্তী।
শুধু বুমরা নয়, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পারবে না আর এক স্পিডস্টারকে। ব্যক্তিগত কারণেই এবারের টুর্নামেন্ট খেলবেন না মিচেল স্টার্ক। এর আগে, চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড। কামিন্স না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর পেস অস্ত্র শন অ্যাবট, স্পেনসার জনসন, বেন ডওয়াসিস এবং ন্যাথান অ্যালিস।
কিন্তু অস্ট্রেলিয়ার হাল যাই হোক না কেন, বুমরা না থাকলে ভারতের কি হবে ? বোর্ডের একাংশের দাবি, বুমরা নেই তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে মহম্মদ শামিকে। বিশ্বকাপের পর থেকে আর কোনও আইসিসির টুর্নামেন্ট খেলেননি শামি। হর্ষিৎ এবং আর্শদীপের সিনিয়র পার্টনার শামি।
সিডনিতে বুমরার পিঠের চোটই রোহিতের উদ্বেগ বাড়িয়ে ছিল। দেশে ফিরে তবুও বুমরাকে খেলানোর একটা বিরাট চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হল না। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর চিকিৎসা চলছে। বুমরাহের চোট গুরুতর না হলেও খেলার মতো অবস্থায় নেই। দু’বছর আগে বুমরাহের পিঠের যে জায়গায় অস্ত্রোপচার হয়ছিল সেই জায়গাতেই নতুন করে সমস্যা দেখা দিয়েছে। চার পেসার ছাড়া ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন পাঁচ স্পিনার। তাঁরা কোথায় খেলবেন, সেটাই এখন প্রশ্ন।