একটা সময়ে তিনি ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ক্রিকেটার। তাঁর দাম দেখে কলকাতা দলে নিয়েছিল প্যাট কামিন্সকে। কিন্তু বিশ্বকাপ জয়ের পর হঠাৎই পরে গেল বিশ্বজয়ী অধিনায়কের দাম। এই মরশুমে আইপিএলের নিলামের আগে কামিন্সের দাম ধরা হয়েছে মাত্র ২ কোটি টাকা। শুধু কামিন্স নন, তাঁর মতোই বেস প্রাইজ ২ কোটি টাকা থাকবে বিশ্বকাপের নায়ক ট্রাভিস হেডের।
এই নিলামে চার ভারতীয়-সহ মোট ২৫ ক্রিকেটারের বেস প্রাইজ ২ কোটি টাকা ধরা হয়েছে। তারমধ্যে রয়েছেন সাত অজি ক্রিকেটার। তবে, এই তালিকায় নেই নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রর নাম। ভারতের মাটিতে বিশ্বকাপে তাঁকে বিস্ময় বলা হয়েছিল। যা খবর, এই অলরাউন্ডারকে পেতে সবাই প্রায় মরিয়া। তাঁর নিলাম শুরু হবে ৫০ লক্ষ টাকা থেকে।
এবারের মিনি নিলাম থেকে সর্বাধিক ৩০ বিদেশি-সহ ৭৭ জমকে নিতে পারবে ১০টি দল। মোট খরচ করতে পারবে ২৬২.৯৫ কোটি টাকা।১১৬৬ জনের তালিকা গিয়েছে তাতে অ্যাসোসিয়েট দেশের ৪৫ জন, দেশের হয়ে খেলেননি বা আনক্যাপড ৮১২ জনের নাম রয়েছে। ভারতীয় দলের হয়ে খেলা ১৮ জন ক্রিকেটারের পাশাপাশি তালিকায় আনক্যাপড ভারতীয়র সংখ্যা ৮১২।