৩৮ বছরেও তরতাজা। গড়ছেন নিত্যনতুন রেকর্ড। T20 বিশ্বকাপের প্রাক্কালে বিসিসিআই আইপিএলকেই মাপকাঠি হিসেবে ব্যবহার করছে। সেই আইপিএলের মঞ্চে নয়া রেকর্ড তৈরি করলেন দীনেশ কার্তিক। ডেথ ওভারে সর্বাধিক স্ট্রাইক রেট ও দ্বিতীয় সর্বাধিক রান তাঁরই দখলে।
সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির ৭৭ রানের ইনিংসের পরেও ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় কার্তিকের ব্যাট থেকে এল ১০ বলে ২৮ রানের ইনিংস। তাঁর বাউন্ডারিতেই শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় পায় আরসিবি। এই ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮০। পরিসংখ্যান বলছে, ১৭-২০ ওভারে কার্তিকের গড় স্ট্রাইক রেট ২০৩.২৭। সব মিলিয়ে করেছেন ৩৭২।
রানের নিরিখে ভারতীয় হিসেবে এগিয়ে ডিকে। শীর্ষে আছেন সিমরন হেটমেয়ার। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন কেকেআরের রিঙ্কু সিং। ১৯৫ স্ট্রাইক রেট নিয়ে ৩৫১ রান করেছেন তিনি।