আইপিএলে গত মরশুমে নজর কেড়েছেন। দলীপ ট্রফিতেও ভাল বল করেছেন। তবুও বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি। নভেম্বর মাসে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজে হর্ষিত রানাকে দলে সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন দীনেশ কার্তিক।
দলীপ ট্রফিতে হর্ষিতের বোলিং দেখে খুশি কার্তিক। তিনি জানিয়েছেন, বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার অন্যতম শক্তি হতে পারে হর্ষিত। কার্তিকের মতে, হর্ষিতের প্রতিভা আছে। বল পিচে পড়ে সুইং হয়। অস্ট্রেলিয়ার মাটিতে সেটা কাজে লাগতে পারে। কার্তিক জানান, রোহিতের তুরুপের তাসও হয়ে উঠতে পারেন হর্ষিত। ওকে খেলতে সমস্যায় পড়বেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
বাংলাদেশ সিরিজেও হর্ষিতকে দলে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন কার্তিক। তিনি জানান, বাংলাদেশ সিরিজে ভারতীয় দল ভাল হয়েছে। কিন্তু হর্ষিতকে নিতেই পারতেন নির্বাচকরা। ওকে খেলা কঠিন বলেও মনে করছেন কার্তিক।
গতবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে থাকার সময় ধারাবাহিক বল করেছেন। সানরাইজার্স ম্যাচে একাই দলকে জিতিয়েছেন। ১৩ ম্যাচে ১৯টি উইকেটও তুলে নিয়েছেন তিনি। আইপিএলে ভাল খেলার পুরস্কারও পেয়েছেন হর্ষিত। T20 ক্রিকেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক করেছেন তিনি। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে সুযোগ পেলেও প্রথম একাদশে সুযোগ পাননি। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর, জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনাও বেড়েছে হর্ষিতের।