T20 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এরপরই টুইট দিল্লি পুলিশের। হার্দিক-বুমরাদের পারফরম্যান্সের পর নিউ ইয়র্ক পুলিশের কাছেও খবর পাঠানো হল। কিন্তু কী নিয়ে টুইট করল দিল্লি পুলিশ!
রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এরপরই নিজেদের এক্স হ্যান্ডেলে মজার ছলে একটি পোস্ট করে দিল্লি পুলিশ। নিউ ইয়র্ক পুলিশকে ট্যাগ করে দিল্লি পুলিশ লেখে, "আমরা দুটো শব্দ শুনতে পেয়েছি। একটা ভারত-ভারত। অন্যটা সম্ভবত টেলিভিশন ভাঙার। আপনারা কি একটু খোঁজ নিয়ে জানাতে পারবেন?"
ভারতের বিরুদ্ধে হারের পর টেলিভিশন ভাঙার ঘটনা নতুন নয়। এর আগেও অনেক বার দেখা গিয়েছে এমন ঙটনা। রবিবার স্টেডিয়ামে ভারতের জয়ধ্বনি ওঠে। তার ডেসিবেল ছিল অনেকটা বেশি। সেই ঘটনা নিয়েই মজার পোস্ট পুলিশের।