প্রথম ম্যাচে অল্পের জন্য হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্সে ইউপি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে জয় দিল্লি ক্যাপিটালসের। ৯ উইকেট জিতলেন মেগ ল্যানিং- শেফালিরা।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। তাহলিয়া ম্যাকগ্রা, অ্যালিসা হিলি ফিরতেই ব্যাটিং অর্ডার কেঁপে যায় ইউপি ওয়ারিয়ার্সের। শ্বেতা সেহরাবত কিছুটা লড়েন। কিন্তু রাধা যাদবের ঘূর্ণিতে ,মিডল অর্ডারও ধস নামে ইউপি ওয়ারিয়ার্সের। ২০ ওভারে মাত্র ১১৯ রান তোলেন তাঁরা।
আরও পড়ুন: নন্দকুমারের গোলে আইএসএলে জয়ে ফিরল ইস্টবেঙ্গল
রান তাড়া করতে নেমে মেগ ল্যানিং ও শেফালি ভার্মা বড় পার্টনারশিপ করেন। ৫১ রান করে আউট হন ল্য়ানিং। শেফালির ব্যাট থেকে আসে ৬৪ রান। জয়সূচক রান আসে জেমাইমা রড্রিগেজের ব্যাটে।