চলতি মরশুমে প্রথম থেকেই ক্রমতালিকার একেবারে নীচে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে এবার প্রশ্ন উঠে গেল দিল্লির ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও। দিল্লি কর্তারা চলতি মরশুমে লাগাতার হারের দায় চাপিয়েছেন দলের স্কাউট এবং কোচিং স্টাফদের ওপর। কারণ, তাঁদের খুঁজে আনা সরফরাজ খান, প্রিয়ম গর্গ এবং রিপল পটেলের মতো তরুণরা সুযোগ কাজে লাগাতে পারেনি। ব্যর্থ ক্রিকেটারের তালিকায় রয়েছেন 'সৌরভের পছন্দ' বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলও। যাঁকে দিল্লি ঋষভ পন্থের উত্তরসূরি হিসেবে কাজে লাগাতে চেয়েছিল। কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার তথা দিল্লি টিমের ডিরেক্টর মেগা নিলামে অনুপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, ছ’বছর আগে তরুণ ক্রিকেটারদের ওপর নজর দেয় দিল্লি। তারপর থেকে শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, পৃথ্বী শ এবং অক্ষর পটেলের মতো সম্ভাবনাময় একাধিক ক্রিকেটার উঠে এসেছে। কিন্তু তারপর থেকে দলের এই বিনিয়োগে আদৌও কোন লাভ হয়নি। কারণ আর কোনও তরুণ ক্রিকেটার সেভাবে দাগ কাটতে পারছেন না আইপিএল বা বিশ্ব ক্রিকেটের দরবারে।