পরপর দুটো ম্যাচ জিতে ধীরে ধীরে আইপিএলের মাঠে নিজেদের ছন্দে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। এর মধ্যেই নয়া বিতর্ক। অভিযোগ উঠল শৃঙ্খলা ভঙ্গ করে পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণের। যে কারণে জারি করা হয়েছে সাত দফার বিধিনিষেধ।
কী কী বিধিনিষেধ ?
১. দলের ক্রিকেটাররা কোনও ভাবেই রাত ১০টার পরে কাউকে নিজের ঘরে নিয়ে যেতে পারবেন না।
২. পরিচিতদের প্রবেশের অনুমতি নেওয়ার জন্য আগে থেকে ফটো, আইডি কার্ড জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজির কোনও কর্তার কাছে।
৩. হোটেল থেকে বেরানের ক্ষেত্রেও ফ্র্যাঞ্চাইজির কোনও কর্তার অনুমতি নিতে হবে।
৪. স্ত্রী বা বান্ধবীকে সঙ্গে রাখলে তাঁর খরচ বহন করতে হবে খোদ ক্রিকেটারকেই।
৫. দিল্লির তরফে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে বাধ্যতামূলক ভাবে সবাইকে যোগ দিতে হবে। কারও দেরি হলে তা আগে জানাতে হবে।
৬. কোনও ক্রিকেটারের পরিবারের সদস্য যোগ দিতে চাইলে সেটাও আগে থেকে দলকে জানাতে হবে।
৭. শৃঙ্খলাবিধি না মানলে জরিমানা এমনকি চুক্তিও ভেঙে দেওয়া হতে পারে।
কবে বা কোন ম্যাচে জয়ের পর ওই ঘটনা ঘটেছে সে নিয়ে কেউ মুখ খোলেননি। অত্যন্ত গোপনীয়তার কারণে জানা যায়নি আদৌ ওই ক্রিকেটার দেশি নাকি বিদেশি। এমনকি মহিলা বা ক্রিকেটার কারওরই নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে, এই ঘটনা নিয়ে বিস্তর অস্বস্তিতে গোটা দল।