আইপিএলে (IPL 2022) ফের কোভিডের (Covid 19) থাবা। করোনা আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart)। গতবার আইপিএলে অনেক ক্রিকেটারই কোভিডে আক্রান্ত হয়। তার ফলে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) নিয়ে যাওয়া হয়।
শুক্রবার আইপিএলের কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রতিযোগিতায় প্রথম কেউ কোভিডে আক্রান্ত হলেন। দিল্লি ক্যাপিটালসের মেডিকেল টিম ফারহার্টকে পর্যবেক্ষণ করছেন। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার কথা দিল্লির। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছে তাঁরা।
আরও পড়ুন: শনিবার মুখোমুখি মুম্বই ও লখনউ, অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে
২০২০ সালেও কোভিডের জন্য পিছিয়ে দেওয়া হয় আইপিএল। ২০২১ সালে এপ্রিলে শুরু হলেও মাঝপথে খেলা বন্ধ হয়ে যায়। আইপিএলের পরবর্তী পর্যায়ের খেলা হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। এবার কোভিডের কথা ভেবে মহারাষ্ট্রেই আইপিএল আয়োজন করা হয়। এবার এই প্রথম দিল্লি ক্যাপিটালসের ফিজিও কোভিডে আক্রান্ত হলেন।