ওয়ার্নার (David Warner) ও মিচেল মার্শের (Mitchel Marsh) জুটিতে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ৪১ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। ৬২ বলে ৮৯ রান করেন মিচেল মার্শ। ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিলেন ঋষভ পন্থরা।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬০ রান তোলে রাজস্থান। ৩৮ বলে ৫০ রান করেন অশ্বিন। দেবদূত পাড্ডিকাল করেন ৩০ বলে ৪৮ রান।
আরও পড়ুন: চোটের কবলে এবার রবীন্দ্র জাডেজা, সুতোয় ঝুলছে ভারতীয় ক্রিকেটারের ভাগ্য
রান তাড়া করতে নেমে প্রথমেই আউট হয়ে যান শ্রীকর ভারত। অন্য ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে এদিন দুর্দান্ত ইনিংস খেলেন মিচেল মার্শ।১৪৪ রানের পার্টনারশিপ করে ম্যাচ বের করে নেয় এই জুটি।