WPL 2023 : আগুনে ক্যাপ, বিধ্বংসী শেফালি, গুজরাতকে ১০ উইকেটে হারাল দিল্লি

Updated : Mar 13, 2023 22:25
|
Editorji News Desk

টি-টোয়েন্টি কত সহজ খেলা, তা মেয়েদের আইপিএলে বারবার প্রমাণ করছেন ভারতীয় ব্যাটার শেফালি ভার্মা। মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২৮ বলে অপরাজিত ৭১ রানের সৌজন্যে গুজরাতকে সহজেই হারিয়ে দিল দিল্লি। তার আগে অবশ্য বল হাতে দিল্লির হয়ে জেতার রাস্তা পরিস্কার করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ম্যারিজিন ক্যাপ। তাঁর ১৫ রানে ৫ উইকেটের সৌজন্যে ২০ ওভারে গুজরাতের ইনিংস থমকে যায় ১০৫ রান। এই রান তুলতে দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং এবং শেফালি ভার্মা সময় নিলেন মাত্র সাত দশমিক এক ওভার। 

এদিন প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতের উইকেটের ধারাবাহিক পতন হয়। ২৮ রানের মধ্যেই তাদের পাঁচ উইকেট চলে যায়। প্রথম স্পেলেই চার উইকেট তুলে নেন ক্যাপ। দ্বিতীয় স্পেলে বল করতে এসে আরও একটি উইকেট পান তিনি। তিন উইকেট নিয়ে এই ম্যাচে তাঁকে সার্পোট করেন শিখা পাণ্ডে। এই ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পান মার্কিন ক্রিকেটার তারা নরিস। 

রান তাড়া করতে নেমে, ১০ উইকেটে ম্যাচ বার করে নেয় দিল্লি। শেফালির অপরাজিত ৭১ রান সাজানো ১০টি চার আর ৫টি ওভার বাউন্ডারিতে। এই জয়ের ফলে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন দিল্লি। প্রথম স্থানে আছে মুম্বই। 

Delhi CapitalsGujarat GiantsShefali VermaWPL 2023mumbai

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও