Deepak Chahar: আইপিএলে ফেরার রাস্তা বন্ধ, এবার T20 বিশ্বকাপেও অনিশ্চিত দীপক চাহার

Updated : Apr 14, 2022 17:34
|
Editorji News Desk

আশা করা হয়েছিল, আইপিএলের (IPL 2022) মাঝপথে টিমে ফিরবেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অন্যতম অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)। সে আশাও শেষ। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) রিহ্যাবে থাকাকালীন ফের চোট পেলেন চাহার। যার ফলে অক্টোবরের T20 বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকতে পারবেন কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়ে গেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আগামী চার মাস বা তার বেশি তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ (South Africa Series) চলাকালীন চোট পান দীপক চাহার। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবে ছিলেন তিনি। জানা গিয়েছে, সেই রিহ্যাব চলাকালীন ফের চোট পেয়েছেন চাহার। এই নতুন চোটে আইপিএলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে দীপক চাহারের। জানা গিয়েছে, তাঁর চোট গুরুতর। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে টিমে নিয়েছিল। কিন্তু চাহার না থাকায় টিমের বোলিং আক্রমণ ধুঁকছে। শেষের দিকে নেমে ব্যাটিংও করতে পারেন তিনি। তাই বেশ চাপে পড়েছে রবীন্দ্র জাদেজার টিম। এদিকে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে T20 বিশ্বকাপ। বিশ্বকাপে টিমেও চাহার না থাকলে নির্বাচকদের বিকল্প রাস্তা খুঁজে রাখতে হবে।

আরও পড়ুন: আইপিএলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কেকেআর, কামিন্সকে আটকানোই চিন্তা উইলিয়ামসনদের

আইপিএলের পর পরপর কয়েকটি বিদেশ সফর আছে টিম ইন্ডিয়ার। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া সফরে যাবে রোহিত ব্রিগেড। সেই সিরিজেও দীপক চাহারকে টিমে পাবেন না রোহিতরা। চাহার কবে পুরোপুরি সুস্থ হবেন, তা এখনই জোর দিয়ে বলতে পারছে না মেডিকেল টিম। চাহার না থাকলেও টিম ইন্ডিয়ার জন্য স্বস্তির খবর, ছন্দে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের আগে বিদেশ সফরগুলিতে ভারতীয় দলে ফিরতে পারেন হার্দিক। ভাল পারফর্ম করলে বিশ্বকাপেও সুযোগ পাবেন তিনি।

Chennai Super KIngsT20 WCCSKDeepak ChaharIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও