গুডবাই ইংল্যান্ড। এবার ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কী করবেন বিরাট ? ম্য়াঞ্চেস্টারে ভারতের সিরিজ জয়ের দিনেই এই প্রশ্ন উঠে গেল। সফরের শেষ ম্যাচেও তাঁর ব্য়াট থেকে রান বার করতে পারলেন না কেউ। মাত্র ১৭ রান করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে শোনা যাচ্ছে আপাতত ক্রিকেট থেকে দীর্ঘ বিশ্রাম নিতে চান কিং কোহলি। এমনকী, দেশে না ফিরে তিনি থেকে যাচ্ছেন ইংল্যান্ডেই। পরিবারের সঙ্গে আপাতত বিলেতেই সময় কাটাতে চান তিনি।
করোনা কেটে গিয়েছে, কিন্তু বিরাটের ব্য়াটে রান নেই। সম্প্রতি নেটপাড়ায় গেলে এই ধরণের মন্তব্যই দেখা যাচ্ছিল। গত কয়েকদিন ধরেই বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার দাবি করেছেন, বিশ্রাম নিলেন বিরাটের সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়াকিবহাল মহলের দাবি, তাঁদের পরামর্শ মেনেই ইংল্যান্ডে আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।
তবে বিরাটকে এই অবস্থা থেকে দ্রুতই বেরোতে হবে। কারণ, অক্টোবর-নভেম্বর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। অস্ট্রেলিয়ার মাটিতে এই বিশ্বকাপেও সবাই তাকিয়ে থাকবে বিরাট ব্যাটের দিকেই। তাই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন, বিরাটকে নিজের পথ নিজেকেই খুঁজতে হবে।