Debrup Dasgupta: নেদারল্যান্ডসের জাতীয় দলে খেলাই স্বপ্ন বাঙালি ক্রিকেটার দেবরূপের

Updated : Aug 07, 2022 14:52
|
Editorji News Desk

কলকাতাতেই জন্ম। জীবনের প্রথম ৬ বছর কলকাতাতেই কাটিয়েছেন। মাঝে আরও ২ বছর ছিলেন। এবার নেদারল্যান্ডসের জাতীয় ক্রিকেট দলে খেলার জন্য অপেক্ষা বাঙালি ছেলে দেবরূপ দাশগুপ্তের (Debrup Dasgupta)। সেই দেশের অনূর্ধ্ব ১৯ টিমে (Under 19 Team) সুযোগও পেয়েছেন তিনি। 

পরিবারের সঙ্গে দেবরূপ এখন আমস্টারডামে থাকেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো চুটিয়ে চালাচ্ছেন। মাঝে কিছুদিন একটু বিরতি নিয়েছিলেন। কিন্তু এখন ফের চুটিয়ে খেলা শুরু করেছেন তিনি। আদিবাড়ি কলকাতার টালিগঞ্জ। কলকাতায় যখন থাকতেন, তখন ক্রিকেট বোঝার মতো বয়স হয়নি। এরপর বাবা কর্মসূত্রে জোহানেসবার্গে যায়। সেখানেই ক্রিকেটের হাতেখড়ি। প্রথমে পেসার, পরে ব্যাটিংকে মজবুত করে নিয়েছেন তিনি। জোহানেসবার্গের স্থানীয় ক্লাবে খেলা শিখতেন দেবরূপ। চার বছর জোহানেসবার্গে কাটিয়ে কলকাতা আসেন। ভর্তি হন কলকাতা ক্রিকেট অ্য়াকাডেমিতে। ২০১৬ সালে কর্মসূত্রে আমস্টারডাম যান দেবরূপের বাবা। ফের শহর বদল হয় দেবরূপেরও।  

আরও পড়ুন: পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ভিসা সমস্যা মিটল টিম ইন্ডিয়ার

একটা সময় ছিল, এশিয়ান ক্রিকেটারে ভর্তি ছিল নেদারল্যান্ডের ক্রিকেট টিম। কিন্তু এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। ক্রিকেটে জনপ্রিয়তা বাড়ায় ধীরে ধীরে দেশের ক্রিকেটাররাও উঠে আসছে। এছাড়া দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও ওখানে আছে। তাই জাতীয় দলে সুযোগ পাওয়া সহজ নয় বলে মনে করছেন দেবরূপ। 

kolkataNetherlandsCricket

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও