শিখা পান্ডে ও রাধা যাদব। WPL ফাইনালে শেষ উইকেটে ২৪ বলে ৫২ রানের জুটিতে স্বস্তি দিল্লি ক্যাপিটালসের। ১২ বলে ২৫ রান করেন শিখা। ১২ বলে ২৭ রানের ইনিংস আসে রাধার ব্যাটে।
ফাইনালে দলের ওপেনার ম্যাগ লানিং ভাল শুরু করেছিলেন। কিন্তু ৩৫ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। লানিং যখন আউট হয়ে ফেরেন, তখন দলের রান ৭৪। শেষ কয়েক ওভারে শিখা-রাধার পার্টনারশিপে বড় রানে ফেরে দিল্লি।
মুম্বইয়ের হয়ে তিন উইকেট তুলে নেন হায়লি ম্যাথিউজ ও ইসি ওং। ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাথিউজ।