ব্যাগি গ্রিন হারিয়ে গিয়ে মুষড়ে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার ওয়ার্নার জানালেন, তিনি তাঁর টুপি খুঁজে পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে এটাই বিদায়ি টেস্ট ওয়ার্নারের। মেলবোর্ন থেকে সিডনি আসার সময় হারিয়ে গিয়েছিল তাঁর ব্যাগি গ্রিন। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে ওয়ার্নার জানান, তিনি তাঁর টুপি ফেরত পেয়েছেন। যদিও কীভাবে তা ফেরত পেয়েছেন, তা জানাননি ওয়ার্নার।
ওয়ার্নার ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে জানিয়েছেন, তিনি তাঁর ব্যাগি গ্রিন ফেরত পেয়েছেন। হোটেল ও টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সিডনিতেই ক্রিকেট জীবনের বড় অংশ শেষ করবেন ওয়ার্নার। এটিই তাঁর বিদায়ি টেস্ট। টেস্ট সিরিজের মাঝপথে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন তিনি। তার মাঝে টুপি হারানো নিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। পুরস্কারও ঘোষণা করেন তিনি।