এবার আইপিএলে নেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। সূচি ঘোষণার পরই নতুন অধিনায়ক বেছে নিলেন দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ রিকি পন্টিং। এবার দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
এদিকে ভারতে টেস্ট খেলতে এসে চোট পেয়েছেন ডেভিড ওয়ার্নারও। শেষ দুই টেস্টে বাদ পড়েছেন। তবে জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে ফিরছেন ওয়ার্নার। আইপিএলেও দিল্লিকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ টিমে নেতৃত্ব দেন ওয়ার্নার। সহ অধিনায়ক অক্ষর প্যাটেল।
আইপিএলে এবার ভাল পারফরম্যান্স করতে মরিয়া দিল্লি ক্যাপিটালস। ওয়ার্নার, অক্ষর ছাড়াও দলে আছেন, মনীশ পান্ডে, পৃথ্বী শ, রিলে রসৌ, মিশেল মার্শ, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদর মতো নামী তারকা ক্রিকেটাররা।