হঠাৎ ছবিটি দেখলে ভুল মনে হতেই পারে। কিন্তু ভাল করে দেখলে বোঝা যাবে আঙুলে জ্বলজ্বল করছে প্ল্যাটিনামে সলিটেয়র। ইংরেজ ক্রিকেটার ড্যানি ওয়াট (Danielle Wyatt) তাঁর পাঁচ বছরের সঙ্গীর সঙ্গে আংটিবদল করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গীর সঙ্গে গাঢ় চুম্বনের ছবিও পোস্ট করেছেন এই তারকা ক্রিকেটার।
কিন্তু কে এই তারকা ক্রিকেটার। ২০১৪ সালে এই তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দেন। বিরাট তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি। বরং অনুষ্কার সঙ্গে প্রেম আরও মাখোমাখো হয়েছিল। ওয়াটও নতুন করে জীবন শুরু করেছিলেন। ২০১৮ সাল থেকে তাঁর জীবনে এসে নতুন নারী সঙ্গী জর্জি হজ। সেই সম্পর্কই এবার প্রকাশ্যে আনলেন ওয়াট। তাঁর সেই পুরনো টুইট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: সেমিফাইনালে কবে নামছে এটিকে মোহনবাগান, কটি করে ম্যাচ খেলতে হবে, জেনে নিন
মেয়েদের আইপিএলে দল পাননি ওয়াট। ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেন তিনি। সদ্য T20 বিশ্বকাপেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ভারতে খেলতে আসার সুযোগ হয়নি। এরই মাঝে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনলেন ওয়াট।