শুক্রবার রাত থেকে শুরু ক্রিকেটে মহাযুদ্ধ। ৪বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ। এক বছর পর মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি ও হার্দিকের লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেটপ্রেমীরা।
গতবার আইপিএলে প্রথম মাঠে নেমেছে গুজরাত টাইটান্স। দুটি ম্যাচেই চেন্নাইকে হারিয়েছে গুজরাত। তাই হার্দিকদের হালকাভাবে নিচ্ছে না সিএসকে। তবে চেন্নাই টিমে চোটই চিন্তা বাড়াচ্ছে। বেন স্টোক সুস্থ নন। কিন্তু প্রথম একাদশে থাকছেন তিনি। বল করতে না পারলেও ব্যাটিংয়ের শক্তি বাড়াতে পারবেন তিনি। গুজরাত প্রথম ম্যাচে সম্পূর্ণ শক্তি নিয়েই নামছে।
গুজরাত টাইটান্স
সম্ভাব্য একাদশ
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), ম্যাথিউ ওয়েড, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, রাহুল টেওটিয়া, রশিদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, আলজারি জোশেপ, ইয়াশ দয়াল, মহম্মদ শামি
চেন্নাই সুপার কিংস
সম্ভাব্য একাদশ
রুতুরাজ গাইকোয়াড়, ডেভন কনওয়ে, মইন আলি, বেন স্টোকস, অম্বতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন পেট্রোরিয়স, দীপক চাহার, সিমারজিৎ সিং, তুষার দেশপান্ডে