পাশে ছিল ইডেন। বিধ্বংসী ইনিংস চেন্নাই সুপার কিংসের (CSK)। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কেকেআর-কে (KKR) ২৩৬ রানের টার্গেট ধোনিদের। ২৯ বলে ৭১ রান অজিঙ্কা রাহানের। ২১ বলে ৫০ শিবম দুবের। ৫৬ রান করলেন ডেভন কনওয়ে। ২০ বলে ৩৫ রুতুরাজ গাইকোয়াড়ের। শেষ ওভারে মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনিও।
ধোনিকে শ্রদ্ধা জানাতে ইডেনের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হলুদ জার্সিতে ঢেকে যায় ইডেন গার্ডেন্স। আর ইডেনের দ্রুত আউটফিল্ডকে কাজে লাগিয়ে পাহাড়প্রমাণ টার্গেট তৈরি করল সিএসকে। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সুয়াস শর্মা। ২ উইকেট খেজরোলিয়ার।
আরও পড়ুন: রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনের রং হলুদ, মাহি মাঠে নামতেই গর্জে উঠল গ্যালারি
এই রান তাড়া করে জেতা প্রায় অবিশ্বাস্য। কিন্তু শেষ ম্যাচ হেরে ঘরের মাঠে নেমেছে কেকেআর। ক্রিকেটে কী হয়, তা বলা যায় না। তাই চেন্নাইকে হারানোর লক্ষ্য নিয়েই নামছে কলকাতা নাইট রাইডার্স।