ডেভন কনওয়ে ও রুতুরাজ গাইকোয়াড়ের দুর্ধর্ষ পার্টনারশিপ। শনিবার প্রথমে ব্যাট করতে নেমে দিল্লিকে ২২৪ রানের লক্ষ্য দিল চেন্নাই সুপার কিংস। ৫০ বলে ৭৯ রান করলেন গাইকোয়াড়। ৫২ বলে ৮৭ রান এল কনওয়ের ব্যাট থেকে।
এদিন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের গ্যালারিও ছিল হলুদ। ধোনিকে শ্রদ্ধা জানাল রাজধানী দিল্লিও। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। দিল্লির বোলারদের বিরুদ্ধে ৮৭ বলে ১৪১ রানের ওপেনিং পার্টনারশিপ করেন কনওয়ে ও গাইকোয়াড়। ৯ বলে ২২ রান করে ফেরেন শিবম দুবে। ৭ বলে ২০ রান করেন রবীন্দ্র জাদেজা। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান করে সিএসকে।
শেষ ওভারে ধোনির ব্যাটে ছয় প্রত্যাশা করেছিল গোটা স্টেডিয়াম। শেষ বল নো হওয়ার পর ফ্রি-হিটও পায় চেন্নাই। স্ট্রাইকে ছিলেন ধোনি। কিন্তু একটি সিঙ্গল নিয়েই খেলা শেষ করেন মাহি।