কাতারে ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। হলুদ জার্সিতে ঢেকে গিয়েছিল স্টেডিয়াম। সেই জার্সিতেই হঠাৎ করেই দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে! না, প্রাক্তন ভারত অধিনায়ক বিশ্বকাপ দেখতে যাননি। কিন্তু ধোনির চেন্নাই সুপার কিংসের জার্সি পরে নেমারদের খেলা দেখলেন এক ভারতীয় ভক্ত।
বৃহস্পতিবার রাতে ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিতে ঢেকে গিয়েছিল গোটা স্টেডিয়াম। সেখানে অন্যরকম হলুদ জার্সির সাক্ষী থাকল লুসাইলের দর্শকরা। ৭ নম্বর জার্সিতে লেখা মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস সেই ভক্তের ছবি তাঁদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে। ক্যাপশনে সিএসকের পক্ষ থেকে লেখা হয়, "যেখানেই যাই, সেখানেই হলুদ।" ব্রাজিলের এক সমর্থকের সঙ্গে চেন্নাইয়ের জার্সি পরে ছবিও তোলেন ওই অনুরাগী। জানা গিয়েছে, তাঁর নাম নাবিল। চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনির ভক্ত তিনি। এর আগে ধোনির সঙ্গেও ছবি তোলেন তিনি। নাবিলের কাছেও কাতার বিশ্বকাপের এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। দুটি গোলই করেন রিচার্লিসন। গ্রুপ জি-তে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে টিম। ক্রীড়াজগতে হলুদ জার্সি নিয়ে এমন অনেক প্রবাদই মুখে মুখে ফেরে। হলুদ মানেই চ্যাম্পিয়ন। ক্রিকেটে যেমন অস্ট্রেলিয়া, ফুটবলে ব্রাজিল। দুই টিমেরই জার্সি হলুদ। পাশাপাশি আইপিএলে হলুদ জার্সি পরে খেলে চেন্নাই সুপার কিংস। আইপিএলে তাঁদের সাফল্যে যে হলুদ জার্সির ভূমিকা আছে, তা কার্যত স্বীকার করেন ধোনি অনুরাগীরাও।