একটা দল মানে পরিবার। আর পরিবার মানে শক্তি। ১৫ বছর আগে আইপিএলে দল ঘোষণা করতে গিয়ে এই মন্তব্য করেছিলেন ইন্ডিয়া সিমেন্টসের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসন। তিনি মনে করেন, পরিবার না হয়ে উঠতে পারলে, সেই দল আর দল থাকতে না। ভেঙে যায়। শ্রীনিবাসনের সেই ধারাকেই বয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আমেদাবাদে ভোর রাতেও ফুটে উঠল চেন্নাই সুপার কিংসের সংসারের সেই অটুট থাকার ছবি। দেশ-বিদেশ মিলে গেল একটাই হলুদ জার্সিতে। কেউ বন্ধু, কেউ বান্ধবীর সঙ্গে উপভোগ করলেন পঞ্চমবার আইপিএল জয়ের স্বাদ।
এদিকে ধোনি অবসর জল্পনা ওড়াতেই আনন্দে ফুটছে গোটা তামিলনাড়ু। তাঁদের থালা আবার মাঠে ফিরবেন। তাঁরাও চিপকে ভিড় বাড়াবেন। কিন্তু কতদিন খেলবেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে একটি মজার মন্তব্য করেছেন ধারাভাষ্যকার হর্শ ভোগলে। তিনি জানিয়েছেন, চেন্নাইয়ের মানুষ চান ৭৫ বছর পর্যন্ত ধোনি সিএসকের অধিনায়ক থাকবেন। ঠিক তাঁরা যেমন রজনীকান্ত, এমজিআরকে সুপার হিরো মনে করেন, ঠিক তেমনই চেন্নাই চায় অক্ষয় হয়ে থাকবেন মহেন্দ্র সিং ধোনি।