চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০০-এর বেশি রান তাড়া করা মানেই বাড়তি চাপ। ধোনি-রুতুরাজদের ঘরের মাঠে তা ভাল করেই টের পেলেন গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক শুভমান গিল। মঙ্গলবার ৬৩ রানের বিরাট ব্যবধানে গুজরাতকে হারাল সিএসকে। টানা দুই ম্যাচে জয় হলুদ ব্রিগেডের।
টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে চেন্নাই। রুতুরাজ গাইকোয়াড় ও রাচিন রবীন্দ্র দুজনেই ৪৬ রান করেন। ২৩ বলে ৫১ রানের ইনিংস আসে শিবম দুবের ব্যাট থেকে।
রান তাড়া করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারিয়ে ফেলে গুজরাত। ফেরেন ঋদ্ধিমান সাহা ও অধিনায়ক শুভমান গিল। দীপক চাহারের ডেলিভারিতে ফেরেন গুজরাতের দুই ওপেনার। তুষার দেশপান্ডে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ২ উইকেট পান মুস্তাফিজুর রহমানও। একটি করে উইকেট ড্যারিল মিচেল ও পাথিরানার। ২০ ওভারের ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস।