রবিবার আইপিএল ফাইনাল নিয়ে সকাল থেকে উত্তেজনার পারদ ফুটছিল। কিন্তু বাধ সাধল বৃষ্টি। রাত ১০টা পর্যন্ত ম্যাচ শুরু করা যায়নি।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সাইটস্ক্রিনে লেখা, "রানার আপ চেন্নাই সুপার কিংস।" এই ছবি নিয়েই কৌতূহল তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
বৃষ্টিতে স্টেডিয়ামে চড়া দামের টিকিট কাটার পর এতক্ষণের অপেক্ষা। সোশ্যাল মিডিয়ায় জুড়ে নানা মিম ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে এই ছবিটি ভাইরাল হয়ে যায়। এই ছবির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। কিন্তু অনেকের মতে, ম্যাচ শুরু আগে যে স্ক্রিন টেস্টিং হয়, তা দেখার জন্য সাইটস্ক্রিন চালানো হয়েছিল। সেই সময়ই ছবিটি তোলা হয়। সেখানেই এই দৃশ্য ফুটে ওঠে। যার ফলে এই দুর্ঘটনা।