শনিবারের সন্ধে। বোর্ড সচিব জয় শাহ একটা ঘোষণা। তাতে, আগামী মরশুমে মাঠে নামার আগে আরও ধনী হয়ে গেলেন ক্রিকেটাররা। এদিন টুইট করে বোর্ড সচিব জানিয়েছেন, এবার থেকে আইপিএলে ম্যাচ ফি পিছু ক্রিকেটারদের অতিরিক্ত সাড়ে সাত লক্ষ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ একজন ক্রিকেটার লিগের প্রতিটি ম্যাচ খেললে চুক্তির উপরে এক কোটি পাঁচ লক্ষ টাকা করে পাবেন। আর এরজন্য প্রতিটি দল মালিকদের ১২ কোটি ৯০ লক্ষ টাকা সরিয়ে রাখতে বলা হয়েছে।
এতদিন আইপিএলের নিয়ম ছিল যে টাকা দিয়ে ক্রিকেটারদের দল মালিকরা কিনতেন, সেই টাকাতেই তাঁদের খেলতে হত। ম্যাচ পিছু অতিরিক্ত কোনও অর্থ ছিল না। কিন্তু বোর্ড সচিব জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক ক্রিকেটারই ম্যাচ পিছু সাড়ে সাত লক্ষ টাকা পাবেন। এই ঘোষণাকে ঐতিহাসিক বলেই দাবি করেছেন জয় শাহ।
আইপিএলের ক্রিকেটারদের জন্য এটা এক নতুন যুগ। ম্যাচ ফি নিয়ে জয় শাহের ঘোষণার পর এমনটাই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের দাবি, এবারের আইপিএলে হয়তো আরও চমক দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।