গত কয়েক মাসে তাঁর ভারতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে বহু আলোচনা হয়েছে। সেই সরফরাজ খান কিন্তু জীবনের বাইশ গজে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন। জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সম্পন্ন হল মুম্বইয়ের এই ক্রিকেটারের বিয়ে।
বিয়ের অনুষ্ঠানে ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরের ভাইপোকে পাওয়া গেল কালো শেরোয়ানিতে। বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই তিনি কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন, বিয়ে তাঁর ভাগ্যকে খুলতে পারে। যদিও এই সাক্ষাৎকারে তাঁর কোনও ভুল ছিল না।
কিন্তু যে সাংবাদিক এই সাক্ষাৎকার নেন, তিনি সরফরাজ খানকে ভুল করে সরফরাজ আহমেদ উল্লেখ করেন। যা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তবে, সরফরাজ কিন্তু আশাবাদী একদিন তিনি ঠিক ভারতের জার্সিতে খেলবেন।
গত কয়েক মরশুমে ঘরোয়া ক্রিকেটে পর পর রান করেছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। গত আইপিএলে দিল্লির হয়ে তাঁর পারফরম্যান্স মিশ্র। তবুও আশা ছাড়ছেন না সরফরাজ। যাঁর নতুন সফর শুরু হল সোপিয়ান থেকে।