মাইলফলক তিনি মনে রাখেন না।
তিনি মনে রাখেন শুধু ভারতের জয়। অস্ট্রেলিয়া বধের পর এমনটাই মনে করেন বিরাট কোহলি। পাকিস্তানের পর অস্ট্রেলিয়া, তাঁর ব্যাটেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপ্রতিরোধ্য ভারত। আট বছর পর ফের ফাইনালে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মার কাছে অক্সিজেন আগামী রবিবার বিরাটের এই ফর্ম।
এই টুর্নামেন্টের আগে পর্যন্ত বিরাট ব্যাট নিয়ে উদ্বেগ ছিল সর্বত্র। পাকিস্তান ম্যাচে কোহলির শতরানে সবাই স্বস্তি পেয়েছিলেন। আর অস্ট্রেলিয়া ছিল তাঁর ব্যাটে মাস্টারস্ট্রোক। প্রাক্তনদের মতে, দুবাইয়ের স্টেডিয়ামে হার্দিকের শেষ বেলায় অনাস ওভার বাউন্ডারি সম্ভব হয়েছে, শুধু মাত্র বিরাটের ৯৮ বলে ৮৪ রানের ভিতের জন্যই।
তাই ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে বিরাট জানিয়েছেন, প্রথম থেকেই অজিদের বিরুদ্ধে তিনি ব্যাট করেছেন পাকিস্তান ম্যাচকে মনে রেখে। তাঁর কাছে সবচেয়ে জরুরি ছিল পরিস্থিতি বুঝে ব্যাট করা। কারণ, তাঁর আর এক সতীর্থ লোকেশ রাহুলের দাবি, এই পিচে ব্যাট করা মোটেই সহজ ছিল না।
সে কথা মেনে নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথও। তারপরেও তিনি জানিয়েছেন, বিরাট কেন ফিনিশার, তা আবার তাঁদের দেখিয়ে দিলেন। রোহিত আউট হওয়ার পর তাঁরা চেয়েছিলেন বিরাটের উইকেট। সব চেষ্টা চালিয়ে তা সম্ভব হয়নি।
বিরাট জানিয়েছেন, চেয়েছিলেন আরও ২০টা রান করে শতরান করে ম্যাচ ফিনিশ করতে। কিন্তু তাঁর মঞ্চে হার্দিকের ব্যাটে বিক্রম দেখে মুগ্ধ কোহলি। তাই, ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক না কেন, কোহলিনামায় এখন ভেসে রয়েছে দুবাই। ভেসে রয়েছে ১৪০ কোটির ভারত। আসছে রবিবার মহেন্দ্র সিং ধোনি পরবর্তী ভারতীয় ক্রিকেটে আরও একটা আইসিসির কাপ রোহিতের হাতে দেখতে চায় ক্রিকেট বিশ্ব।