শনিবার থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ (World Cup 2023) অভিযান। তার আগে শুক্রবার ওয়ার্ম আপ ম্যাচ (Warm Up Match) খেলতে গুয়াহাটি পৌঁছল মেন ইন ব্লু। ভারতীয় দলের গুয়াহাটিতে (Guwahati) পৌঁছনোর ভিডিয়ো ইতিমধ্যেই বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট X-এ শেয়ার করেছে।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই কারণেই শুক্রবার বিমানবন্দরে পৌঁছয় ভারতীয় দল। যাঁদের দেখতে ভিড় জমান দর্শকরা। ভারতীয় খেলোয়াড়দেরও দেখা যায় দর্শকদের প্রতিক্রিয়া দিতে।
আরও পড়ুন - শনিবারই শুরু ভারতের বিশ্বকাপ অভিযান, ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিত ব্রিগেড
আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। আমেদাবাদে উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রতিপক্ষ রানার্স নিউজিল্যান্ডের। যদিও ভারত প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে ভারত নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।