জয়ী দলের পুরষ্কার অযোধ্যা দর্শন। এমনই এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। ক্রিকেটাররা ধুতি ও কুর্তা পরে মাঠে নামবেন। ধারাভাষ্য করা হবে সংস্কৃত ভাষায়।
টুর্নামেন্টের নাম মহাঋষি মৈত্রী ম্যাচ। এর আয়োজক সংস্কৃতি বাঁচাও মঞ্চ। শুধু তাই নয়, এই টুর্নামেন্টে প্রত্যেক ক্রিকেটারের কপালে থাকবে তিলক। গলায় ঝুলবে রুদ্রাক্ষ। ম্যাচের সেরাদের হাতে তুলে দেওয়া হবে পুরাণ।
ভোপালের অঙ্কুর স্পোর্টস গ্রাউন্ডে ১২টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। জয়ী দলের ১১ জন ক্রিকেটারকে সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অযোধ্যার রামমন্দিরে নিয়ে যাওয়া হবে। ভারতীয় সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।