ঘরের মাঠে আসবে ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ। দীর্ঘ সময় ধরে চলবে ক্রিকেট যুদ্ধ। খাওয়ার ব্যাপারে ভারতের উপর ভরসা করছেন না বেন স্টোকসরা। তাই তাঁদের সঙ্গে আসবেন ওমর মেজিয়ান। তিনি পেশায় পাচক।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ টিমের রাঁধুনি মেজিয়ান। ইংল্যান্ড ক্রিকেট টিমেও কাজ করেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে স্টোকসদের সঙ্গে পাকিস্তান সফরেও ইংল্যান্ড টিমের সঙ্গে গিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটার মশালাদার খাবার পছন্দ করেন না। ভারত সিরিজের আগে তাই সতর্ক ইংরেজরা।
আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগেই দলের সঙ্গে যোগ দেন মেজিয়ান। হায়দরাবাদ ছাড়াও বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায় টেস্ট খেলবে ভারত ও ইংল্যান্ড।