বছরের গোড়ায় বার্বেডোজ থেকে বিশ্বকাপ কব্জা করে দেশে ফিরেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আবার এক নতুন চ্যালেঞ্জ। এবার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির। গত এক বছর ধরে যা নিয়ে চলেছে অনেক জল্পনা। মূলত, ভারত কোথায় খেলবে, তা নিয়ে হয়েছে তর্ক-বিতর্ক। অবশেষে ঠিক হয়েছে ভারত খেলবে দুবাইয়ে। সাদা বলের ক্রিকেটে ভারতের ফের চ্যালেঞ্জ ২০ ফেব্রুয়ারি থেকে। মরুশহরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। উত্তাপ ছড়াচ্ছে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিজ্ঞতা অম্ল-মধু। মাত্র দু জন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত এই ট্রফি ছোঁয়ার স্বাদ পেয়েছেন। একজন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অন্যজন মহেন্দ্র সিং ধোনি। এর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এই কাপ জিতেছিলেন সৌরভ। আর টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি ভারতে এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফাইনালে ইশান্ত শর্মার একটা ওভারই ছিল টার্নিং পয়েন্ট।
এবার সাদা বলের এই টুর্নামেন্টে সবার নজর সেই রোহিত-বিরাটের দিকেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রো-কো জুটিই কার্যত ভারতকে ফাইনালে তুলেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত রান না পেলেও চওড়া হয়েছিল বিরাটের ব্যাট। কিন্তু গত কয়েক মাসে তাঁদের ব্যাটের যা অবস্থা তাতে বাংলাদেশ ম্যাচের আগে একটু যেন অশনি সংকেত থেকেই যাচ্ছে।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ফলে গোড়া থেকেই শুরু হয়েছিল নানা চাপান-উতোর। বিশেষ করে, পাকিস্তানে যাবে না আগে থেকেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূচি তৈরি করতে বসে ভারতের প্রতিটি ম্যাচই রাখা হয়েছে দুবাইয়ে।
এক নজরে ভারতের গ্রুপ। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত। রোহিতদের গ্রুপে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ। দুবাইয়ে প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টে সবচেয়ে বড় ম্যাচ। দুবাইয়ে মার্কি ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও ভারত। এই দুটি ম্যাচ জিতে গেলেই অনায়াসে সেমিফাইনালে চলে যাবে ভারত। সেক্ষেত্রে ৩ মার্চ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ।
বুমরা নেই। এটা আবার একটা ধাক্কা। তবুও লড়কে লেঙ্গে দুবাই। এই পণ করেই মরু শহরে গিয়েছেন গৌতম গম্ভীর। বোর্ডের ফতোয়া মেনে এই সিরিজে নেই ভারতীয় ক্রিকেটারদের পরিবার। থাকবে না কোনও অতিরিক্ত ব্যাগ বাহক। ফলে বাংলাদেশ ম্যাচের আগে এক শৃঙ্খল ভারতের ছবি দুবাইয়ে। একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড...
অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক শুভমন গিল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি—এই হল টিমের টপ অর্ডার। দুই উইকেট কিপার ঋষভ পন্থ এবং লোকেশ রাহুল। চার অলরাউন্ডার – রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। বোলিং দফতরে রয়েছেন, মহম্মদ শামি, হর্ষিৎ রানা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব।