রঞ্জি ট্রফিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন চেতেশ্বর পূজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন তিনি। সৌরাষ্ট্র বনাম বিদর্ভের ম্যাচে এই নজির গড়েন তিনি।
জাতীয় দল থেকে বাদ পড়েও ফর্ম হারিয়ে ফেলেননি পূজারা। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক রান করে যাচ্ছেন। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে দুই ইনিংসে করেছেন ৪৩ ও ৬৬ রান। এই ম্যাচেই ভারতের চতুর্থ ভারতীয় হিসেবে নজির গড়লেন। এর আগে সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের এই রেকর্ড ছিল।
প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৬১টি সেঞ্চুরি ও ৭৭টি হাফসেঞ্চুরি আছে চেতেশ্বর পূজারার। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক রান সুনীল গাভাসকরের। তাঁর রান সংখ্যা ২৫,৮৩৪।