টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংস। এই মরশুমে দ্বিতীয়বার মুখোমুখি ধোনি ও রোহিতরা। মুম্বই টিমে দুটি পরিবর্তন করেছেন অধিনায়ক রোহিত শর্মা। কুমার কার্তিকেয়ার পরিবর্তে টিমে এসেছেন রাঘব গোয়েল। তিলকের পরিবর্তে টিমে এসেছে ট্রিস্টান স্টাবস।
চেন্নাই টিমে কোনও পরিবর্তন নেই। শনিবার বৃষ্টির সম্ভাবনা আছে। তাই ঘরের মাঠে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত। জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেননি রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ওপেন করলেন ক্যামেরুন গ্রিন। এবার আইপিএলে হাতে গোনা কয়েকটি ম্যাচে ওপেনে নেমে সাফল্য পেয়েছেন রোহিত। চেন্নাইয়ের বিরুদ্ধে প্ল্যান চেঞ্জ করল মুম্বই।