এবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্সকে ঘরের মাঠে হারিয়েছে পঞ্জাব কিংস। কিন্তু গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ধরাশায়ী হয়েছে টিম। অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ান ফিরলেও কোনও লাভ হয়নি। সুপার কিংস-কে হারিয়ে জয়ে ফিরতে চান স্যাম কারেনরা।
দুটি টিমই ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে। জয়ের নিরিখে এগিয়ে আছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জিতেছেন ধোনিরা। অন্যদিকে ৪ ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব। রাজস্থানের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে সিএসকে-কে। রাজস্থান ম্যাচের টিকিট নিয়ে ইতিমধ্যেই চিদম্বরম স্টেডিয়ামে উন্মাদনা তৈরি হয়েছে। এই ম্যাচে তাই জয়ে ফিরতে মরিয়া সিএসকে।
এবার ভাল ফর্মে আছেন চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ে। শেষ কয়েকটি ম্যাচে ব্যাটিং করতে পারেননি। অন্যদিকে শেষ ম্যাচে এই মরশুমে প্রথম রানে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড়। অনবদ্য ফর্মে আছেন অজিঙ্কা রাহানেও। রাজস্থানের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামবে চেন্নাই সুপার কিংস