দিল্লি ক্যাপিটালসকে ঘরের মাঠে ৭৭ রানে হারিয়ে দ্বিতীয় টিম হিসেবে প্লে-অফ নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচেও দুর্ধর্ষ পারফরম্যান্স দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। এই ম্যাচ জিতে বিরাট রানরেট নিয়ে প্লে-অফের দ্বিতীয় স্থানে ধোনি ব্রিগেড।
আগেই প্লে-অফে উঠে গিয়েছে গুজরাত টাইটান্স। একমাত্র লখনউ ও চেন্নাই ১৫ পয়েন্ট নিয়ে একই স্থানে দাঁড়িয়ে ছিল। দিল্লিকে হারিয়ে ১৭ পয়েন্ট তুলে নিল চেন্নাই। বড় ব্যবধানে জিতে নেট রান রেটও বাড়ালেন ধোনিরা। যার ফলে লখনউ জিতলেও তেমন অসুবিধা হবে না হলুদ ব্রিগেডের।
এদিন প্রথমে ব্যাট করে দুর্ধর্ষ ব্যাটিং করে চেন্নাই। ডেভন কনওয়ে ও রুতুরাজ গাইকোয়াড়ের পার্টনারশিপে বড় রান তোলে চেন্নাই। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে টিম। জবাবে ব্যাট করতে নেমে ৫৮ বলে ৮৬ রান করেন ডেভিড ওয়ার্নার। কিন্তু টিকে থাকতে পারেননি আর কোনও ব্যাটসম্যান। ৩ উইকেট তুলে নেন দীপক চাহার। ২ উইকেট থিকশানা ও পাথিরানার।