আগামী মরশুমে কি চেন্নাই সুপার কিংসে থাকবেন মহেন্দ্র সিং ধোনি! এই অমোঘ প্রশ্ন বছরের পর বছর ঘুরেফিরে আসে। এবারও একই প্রশ্ন উঠেছিল। পাশাপাশি ভক্তদের মনে উদ্বেগ, সংশয়ের কালো মেঘ জমে উঠেছিল। মাহিকে কি আর হলুদ জার্সিতে দেখা যাবে না! তবে সংশয়ের জায়গা বোধ হয় অনেকটাই কম। মেগা নিলামের আগে রিটেনশন লিস্টে মহেন্দ্র সিং ধোনির নাম সবার আগে রাখছে চেন্নাই সুপার কিংস। বিভিন্ন প্রতিবেদন থেকে এমনই তথ্য উঠে আসছে।
বর্তমানে মাহি ৪৩। আইপিএলের সময় ৪৪ হয়ে যাবেন। গত মরশুমের আগে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন! না এখনও পর্যন্ত তেমন কোনও সিদ্ধান্ত নেননি মাহি। আর তাই তাঁকে ছাড়তে চাইছে না সিএসকে ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামের আগে অধিকাংশ প্লেয়ারকে ছেড়ে দেওয়াই নিয়ম। এখনও রিটেনশনের নিয়ম প্রকাশ্যে আনেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে কোনও ঝুঁকি নিতে চাইছে না চেন্নাই। আগে ভাগেই তাঁরা নিজেদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রিটেনশন প্লেয়ারের তালিকা তৈরি করা হয়েছে।
শুধু ধোনি নন, চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকায় থাকছেন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে। এরপরই রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি যদি না খেলেন, সেই সিদ্ধান্তকেও সম্মান জানাতে চায় ফ্র্যাঞ্চাইজি। রাইট টু ম্যাচের নিয়মের ক্ষেত্রে দলে থাকবেন শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা। থাকছেন না দীপক চাহার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মাহিশ থিকসানা।
তবে বোর্ড যতক্ষণ পর্যন্ত রিটেনশনের নিয়ম না জানাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না কোনও ফ্র্যাঞ্চাইজি। যদিও শোনা গিয়েছে, মেগা নিলামের আগে রিটেনশন সংখ্যা বাড়িয়ে ৫ জন করা হতে পারে। চেন্নাই সুপার কিংস এর আগে বোর্ডের কাছে আবেদন করেছিলেন, পাঁচ বছরের বেশি অবসর নেওয়া ক্রিকেটারদের আনক্যাপড ঘোষণা করা হোক। ২০০৮-২০২১ সাল পর্যন্ত এই নিয়মই ছিল আইপিএলে। এরপরই এই নিয়ম তুলে দেওয়া হয়। যদি বোর্ড এই নিয়ম ফেরায়, সুবিধা পাবেন মহেন্দ্র সিং ধোনি ও সিএসকে ফ্র্যাঞ্চাইজি।