TATA IPL CSK Wins : ভাঙা দল নিয়েই বাজিমাৎ, গতবারের নবম থেকে এবারের প্রথম মহেন্দ্র সিং ধোনি

Updated : May 30, 2023 11:47
|
Editorji News Desk

এ যেন রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলের মতো। ছিল নবম, হয়ে গেল প্রথম। কারণ ছাত্রের নাম মহেন্দ্র সিং ধোনি। কোনও সন্দেহ নেই, কেরিয়ারের শেষ সায়হ্নে দাঁড়িয়ে এবার কার্যত ভাঙা দল নিয়েই মাঠে নেমেছিলেন। হাতে অভিজ্ঞতা বলতে রায়ডু, রাহানে, জাডেজা, মইন আলিরা। বাকি সব নতুন এবং তরুণ। এহেন দল নিয়েই বাজিমাৎ করলেন মাহি। ম্যাচ শেষে অধিনায়ক জানিয়েছেন, অসুবিধা একটু হয়েছে। কিন্তু তরুণরা দ্রুত মানিয়ে নিয়েছেন। আর অভিজ্ঞরা নিজেদের কাজ করেছেন। গত মরশুম থেকে চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজেয় ছিল গুজরাত। সেই মিথ এবারের আইপিএলে ভেঙেছেন ধোনি। ফাইনালেও ভেঙে দিলেন। 

জাডেজার হাত থেকে নেতৃত্ব ফিরেছিল তাঁর কাছে। দলও সাজিয়েছিলেন গুছিয়ে। কিন্তু চেন্নাইকে প্রথম ঝটকা দেয় ব্রিটিশ ক্রিকেটার বেন স্টোকসের চোট। ১৬ কোটির ক্রিকেটারকে মাঠের বাইরেই বসিয়ে রাখতে হয়। দলের এই আতান্তর অবস্থা থেকে টেনে তুলেছেন অধিনায়ক। এবারের আইপিএলকে উপহার দিয়েছেন পাথিরানা, তুষার দেশপান্ডের মতো ক্রিকেটারকে। ভল্ট থেকে বার করেছেন শুভম দুবের মতো ব্যাটিং অলরাউন্ডারকে। আর এই দলের প্রাপ্তি ডেভন কনওয়ে এবং রুতুরাজ গাইকোয়াডের মতো দুই ওপেনার। যাঁরা গোটা টুর্নামেন্টে ৭০০ রান করেছেন। 

তবে এই আইপিএল থেকে ধোনির সব থেকে বড় প্রাপ্তি ভাগ্য। বিশেষকরে একটা লখনউ ম্যাচ থেকে এক পয়েন্ট বার করে নেওয়া এই টুর্নামেন্টে চেন্নাইয়ের কাছে টার্নিং পয়েন্ট। এবং অবশ্যই ব্যক্তিগত ক্যারিশ্মায় গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স করা। তার জন্যই এই দলে রাহানে, রায়ডুরা অপরিহার্য। আসছে বছর আবার হবে। যদি তাঁর শরীর তাঁকে সেই অনুমতি দেয়। ঘড়ির কাঁটায় তখন রাত দুটো কুড়ি, এই ঘোষণা যখন করলেন, তখনও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে হাজির ৫০ হাজার দর্শক। সবাই যেন স্বস্তিতে এবার বাড়ি যেতে পারবেন। কারণ ধোনি ছাড়া আইপিএল হয় না। 

TATA IPL 2023

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও