এই বছর অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইপিএলের মধ্যে চোট গ্রাস করছে ভারতীয়দের। এর আগে ছিটকে গিয়েছেন চেন্নাইয়ের কোটি টাকার বোলার দীপক চাহার, মঙ্গলবারই সেই তালিকায় যোগ হয়েছেন মুম্বইয়ের সূর্যকুমার যাদব। এবার সুতোয় ঝুলছে চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক রবীন্দ্র জাডেজা। তিনিও মাঝপথে ছিটকে যেতে পারেন বলে খবর। জাডেজা যদি মাঝপথে ছিটকে যান, তাহলে নিঃসন্দেহে চাপ আরও বাড়ছে মহেন্দ্র সিং ধোনির দলের উপরে।
আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ধরতে চোট পেয়েছিলেন জাডেজা। সেই কারণেই দিল্লির বিরুদ্ধে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ঁগত চার বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। আর এই চারবার চ্যাম্পিয়ন দলের অন্য়তম ভরসার নাম রবীন্দ্র জাডেজা। কিন্তু এই মরশুমে তাঁর এখনও পর্যন্ত কোনও কিছুই ঠিক যাচ্ছে না। ১০ ম্যাচে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ১১৬ রান। নিয়েছেন পাঁচ উইকেট।
চার ম্যাচে ১১ পয়েন্ট। এখনও তালিকার বেশ নীচে চেন্নাই। ১১ ম্যাচে ৪ পয়েন্ট এখন মহেন্দ্র সিং ধোনিদের।