হ্যাঁ আরও একটা কুম্ভমেলার মতো পরিস্থিতি থেকে কোনও ক্রমে বেঁচে গেল অরুন জেটলি স্টেডিয়াম। বৃহস্পতিবার ১২ বছর পর ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেছেন বিরাট কোহলি। স্রেফ কিংকে দেখার জন্য এদিন উপচে পড়ে স্টেডিয়ামের গেট। শুরু হয় হুড়োহুড়ি। দাবি করা হয়েছে, এই ঘটনায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
২০১২ সালে গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রণজি ট্রফির ম্যাচ খেলছিলেন বিরাট কোহলি। পয়েন্ট তালিকায় ১৪ পয়েন্ট নিয়ে ছ নম্বরে এখন দিল্লি।
হাউজফুল কোটলা। টস জিতে রেলকে ব্যাট করতে পাঠিয়েছেন দিল্লির অধিনায়ক আয়ূষ বাদোনি। এই ম্যাচে আকর্ষণ একটাই, তিনি বিরাট কোহলি। সেই বিরাটকে দেখতেই ম্যাচ শুরুর প্রায় আড়াই ঘণ্টা আগে থেকে ভিড় বাড়তে থাকে।
কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করেছে, ১৬ নম্বর গেটের সামনে ভোর তিনটে থেকে জমায়েত শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেট খুলতেই শুরু হয় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই।