অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি সিরিজের সূচি বদল করল বিসিসিআই। নতুন সূচিতে বিশে সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। অ্যারন ফ্রিঞ্চদের বিরুদ্ধে ভারতের অভিযান শুরু হবে মোহালি থেকে। এছাড়াও খেলা হবে নাগপুর এবং হায়দরাবাদে।
তারপরেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ভারত তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলার পাশাপাশি তিনটি একদিনের ম্যাচও খেলবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৮ সেপ্টেম্বর। খেলা হবে তিরুবনন্তপুরে। এছাড়াও ম্যাচ হবে গুয়াহাটি এবং ইন্দোরে। প্রথম একদিনের ম্যাচ ৬ অক্টোবর। খেলা হবে লখনউয়ে। এছাড়াও ম্য়াচ আছে রাঁচি এবং দিল্লিতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্য়াচ ২৩ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। তার আগেই অবশ্য ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে মাঠে নামবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই আছে ভারতের জিম্বাবোয়ে সফর। তারপর আবার এশিয়া কাপ। ফলে দীর্ঘ এই ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের ভারত কতটা ফিট থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, রবিবারই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ফের পিঠে চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের শেষ দুটি ম্য়াচে তিনি খেলবেন কীনা, তা এখনও নিশ্চিত নয়।