হাতে আর দু'বছর সময় রয়েছে। তার পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy ) শুরু হতে চলেছে। আয়োজক দেশ পাকিস্তান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কিন্তু ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারে নয়। এই প্রতিযোগিতা হোক ২০ ওভারে অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটে। এমনটাই চাইছে সম্প্রচারকারী সংস্থা। কারণ আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই দর্শকদের আগ্রহ রয়েছে বেশি।
বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরে ফেলা হয়। বিশ্বকাপের সেরা ৮ দলই সুযোগ পায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে। কারণ এই আট দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতা চাইছে সম্প্রচারকারী সংস্থা।
আরও পড়ুন - ইডেনে ভারত-পাকিস্তানের সম্ভাবনা ক্ষীণ, তবুও টিকিটের চাহিদা তুঙ্গে
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী বছর টি-টোয়েন্ট বিশ্বকাপ রয়েছে। প্রতিযোগিতা হবে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের সময়ের বিস্তর তফাৎ থাকার কারণে ম্যাচ শেষ হতে অনেক রাত হয়ে যাবে। ফলে ক্ষতির সম্মুখীন হবে সম্প্রচারকারী সংস্থা। সেই কারণেই পাকিস্তানের ম্যাচও টি-টোয়েন্টি ফরম্যাটে চাইছে সংস্থা।